সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে সব ধরনের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
সম্প্রতি যমুনা রেলওয়ে সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশনে এ কর্মসূচি পালন করে সিরাজগঞ্জ, বেলকুচি ও সদর উপজেলার সয়দাবাদ এলাকার জন সাধারণ। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মানববন্ধন ও রেল অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিক সরকার ও সয়দাবাদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, এম এ শহীদ সহ স্থানীয়রা।
মানববন্ধনে সয়দাবাদ রেলস্টেশনে সব ধরনের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান বক্তারা। একপর্যায়ে রাজশাহী থেকে ঢাকা গামী সিল্কসিটি এক্সপ্রেস অবরোধ করেন তারা। তবে স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। আগামী সাতদিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।
গত ১৮ মার্চ যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতু উদ্বোধন করা হয়।