‘ইকোস অব প্রফেট’ শিরোনামে ছাত্রীদের জন্য সীরাত সন্ধ্যার আয়োজন করলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ফুলের মেলা ও সাইমুমের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মাহ্ফুজুর রহমান, প্রো-ভিসি (শিক্ষা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল ইসলাম, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, সহকারী প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক শামীমা নাসরিন জলি, সহকারী প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শায়লা শারমিন সেতু সহকারী প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বক্তব্য দেন রেহেনা সুলতানা সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। রাইসা রিফাত জুইন পরিচালিকা, আস সাহ্ওয়াহ ইন্সটিটিউট অব নলেজ ও ফুলের মেলা জাতীয় শিশু সংগঠন । জাকসু কার্যকরী সদস্য ফাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুন এর সঞ্চালনায় এ আয়েজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিপি আবদুর রশিদ জিতু ও এজিএস ফেরদৌস আল হাসান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)