চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁপ্ইানবাবগঞ্জ শহরের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উপদেষ্টা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। অন্যদের বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ আব্দুল আহাদ, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শহর শাখার ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী। বক্তারা তাদের বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাক্সক্ষা ফুটিয়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞানসম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে। অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থী মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের আফিয়া মাহমুদা, গোমস্তাপুরের আফিয়া জাহান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাহমুদ হাসান। শেষে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৬২ জন শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, ক্রেস্ট তুলে দেওয়া হয়।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার প্রদান
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।