গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন দক্ষিণখান এলাকায় আধিপত্য বিস্তার ও ডিশ-ইন্টারনেট ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা।

নিহত নেতা রাকিব মোল্লা (৩৫) কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক ছিলেন। একইসঙ্গে তিনি মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক ও ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দক্ষিণখানের শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রাকিব মোল্লার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিএমপি'র সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এদিকে কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান জানান, রাকিব মোল্লা ছিলেন কৃষকদলের একজন সক্রিয় ও প্রতিশ্রুতিশীল নেতা। আসন্ন কমিটিতে তিনি সভাপতির প্রার্থীও ছিলেন। তার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।