ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার উদ্যোগে ২৪ এর জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ মার্চ, শুক্রবার, কুমিল্লার ক্যাপসিকাম পার্টি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহাম্মাদ সামদানী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের লাইভ গভর্নর ও গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চেম্বার অব কমার্সের সদস্য মিয়া মোহাম্মদ তৌফিক এবং গোমতী সংবাদ-এর সম্পাদক মোবারক হোসেন।
জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণে
প্রধান অতিথি ডা. মজিবুর রহমান তার বক্তব্যে ২৪ এর জুলাই বিপ্লবের শহীদদের বীরত্বের কথা স্মরণ করেন। তিনি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের কথা বলেন। তিনি বলেন, "শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ গণতন্ত্রের আলো দেখতে পাচ্ছি। তাদের সাহসিকতা জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।"
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ যে নিরলসভাবে এই স্মৃতিগুলো ধরে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে কাতর কণ্ঠে দোয়া করেন।