গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের বারেন্ডা উত্তর পাড়ায় একটি ভাড়া বাসা থেকে জামাল (৪২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল দুই সন্তানের জনক ও পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। গত দুই-তিন বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে স্থানীয়রা সন্দেহ করে ভেতরে ঢুকে জামালের রক্তাক্ত গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকা-। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আমাদের টিম মাঠে রয়েছে।”

এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।