দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেরাজুুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়াতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম। সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী চেম্বার নেতা কর বাহাদুর আব্দুল লতিফ হক্কানী, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী ব্যাংকের অফিসার মোঃ খাইরুল আমিন, বড় মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, আলফালাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ ও এসকেএস এর প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ। সভায় যাকাত আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। শ্রমিক কল্যাণের ইফতার : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ মার্চ) বেলা ১১ টায় গাইবান্ধা ডেভিড কোংপাড়া অবস্থিত দারুল আমান ট্রাস্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সভাপতি মোঃ নুরুন নবী প্রধানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর ও দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ আবুল হাসেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সেক্রেটারি মোঃ আবুল হাসান নয়া মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বদরুল আমীন ও অন্যান্য উপজেলার সভাপতি সেক্রেটারি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল রহমান।