ডিজিটাল প্রিপেইড মিটার সংযোগ নিয়ে গাইবান্ধা শহরবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। ইতোমধ্যেই বিভিন্ন পাড়ায় কিছু কিছু বাসায় প্রিপেইড মিটার সংযোগ দেয়া হয়েছে। যাদের প্রিপেইড মিটার সংযোগ দেয়া হয়েছে, তাদের এখন ৫শ টাকা করে মাসে ৪ বার রিচার্জ করতে হচ্ছে। অথচ আগে মাসে ৭শ সাড়ে ৭শ টাকা বিল আসতো। এছাড়া রিচার্জ করা নিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হয়। নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের হাতে সবসময় টাকা থাকে না, থাকার কথাও নয়। প্রতিদিন বা সপ্তাহে টাকা জমিয়ে মাস শেষে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করতেন। কিন্তু প্রিপেইড মিটার সংযোগের কারণে এসব মানুষ আর সেই সুবিধা পাবেন না। এখন বিদ্যুতের জন্য আগেই মিটার চার্জ করতে হবে।

ডিজিটাল প্রিপেইড মিটার ছিল পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রকল্প। হাসিনা সরকারের অনেক কিছুই বাদ দেয়া হয়েছে এবং হচ্ছে। কিন্তু ডিজিটাল প্রিপেইড মিটার সংযোগ কেন বাস্তবায়ন করা হচ্ছে? এর সাথে কারা জড়িত?