বগুড়ার শাজাহানপুরে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মা নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয়রা ঘটনা জানতে পেরে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খৈলশাকান্দি গ্রামের শাহাদাৎ হোসেন ও স্ত্রী সাদিয়া তাদের দুই সন্তান নিয়ে বসবাস করতেন। ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মা ও শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষ্যগ্রহণ করছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন কোনো ঝগড়া বা সমস্যা নিয়ে উল্লেখযোগ্য বিতর্ক হয়নি। তবে পরিবারের পারিবারিক ও মানসিক চাপের বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোকাহত।
মৃত শিশুদের বয়স প্রাথমিকভাবে ৫ ও ৭ বছর হিসেবে জানা গেছে। নিহত মা বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে পরিবারের মানসিক চাপ ও আর্থিক সংকট এই মর্মান্তিক ঘটনার পেছনে ভূমিকা থাকতে পারে।
শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষে মামলার নথি জেলা প্রশাসনের মাধ্যমে আদালতে পাঠানো হবে। এছাড়া পরিবারকে প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে অনুরোধ করেছে, ঘটনার প্রকৃত কারণ বের না হওয়া পর্যন্ত গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে।
বগুড়ার এই মর্মান্তিক ঘটনায় পুরো জেলা শোকাহত। স্থানীয় সমাজের বিভিন্ন সংগঠনও পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।