ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পলাশ হোসেন কে মুঠোফোনে অকথ্য ভাষায় বকাবকি, হত্যার হুমকি দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম ।

এ ব্যাপারে সোমবার (০২ জুন ) সাংবাদিক পলাশ হোসেন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৬১।

জানা যায়, দৈনিক ভোরের কাগজ অনলাইনে ‘ দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন বিকেলে জহুরুল ইসলামের ব্যক্তিগত নম্বর থেকে সাংবাদিক পলাশ হোসেনের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যার হুমকি দেয়।ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম এবং সাংবাদিক পলাশ হোসেনের ফোন কল ইতোমধ্যে সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি জিডি করেন। সাংবাদিক পলাশ হোসেন জানান, সংবাদ দৈনিক ভোরের কাগজে প্রকাশের পর ১ জুন বিকেলে মুঠো ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় বকাবকি ও দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরো জানান হুমকির প্রমাণ হিসেবে তার কাছে একাধিক ডকুমেন্ট রয়েছে। তিনি জীবনের নিরাপত্তার জন্য পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, পলাশ হোসেন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।