সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: চলো একসাথে গড়ি বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা এ.কে.এম. ফখরুদ্দীন রাজী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মডেল মসজিদের সামনে এক পথসভার মাধ্যমে প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। পথসভা শেষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলা মোড় হয়ে সিরাজদিখান থানার সামনে দিয়ে রাজদিয়া মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়।

এ.কে.এম. ফখরুদ্দীন রাজী বলেন, “আমরা নির্বাচিত হলে তরুণ প্রজন্ম, জুলাই যোদ্ধা এবং সকল ধর্মের মানুষের অংশগ্রহণে মুন্সীগঞ্জ ১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক এলাকায় পরিণত করবো।”

তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল স্থাপন, অর্থনৈতিক উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পথসভা ও শোভাযাত্রায় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।