মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, অতীতে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্যরা আইন প্রণয়ন করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছেন। বিগত শাসনামল তার প্রকৃষ্ট প্রমাণ বহন করে। সংসদে একচেটিয়া আধিপত্য দেশের মানুষের ওপর চেপে বসে। এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো পিআর পদ্ধতির নির্বাচন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, প্রো-ভিসি প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদ, টঙ্গিবাড়ী উপজেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, আউটশাহী ইউনিয়ন সভাপতি মোঃ মনির শেখসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।