স্টাফ রিপোর্টার, গাজীপুর:

ভোটার তালিকায় অর্ধশতাধিক মৃত ভোটারের নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন অবিলম্বে স্থগিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিন আল পারভেজ। রবিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটির (২০২৫–২৭) এই নির্বাচনের ভোটার তালিকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নান এবং জাতীয় নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসানসহ প্রায় অর্ধশত মৃত ব্যক্তির নাম রয়েছে।

নির্বাচনে মোট ১,৫৬৬ ভোটারের মধ্যে দেখা গেছে—ভোটার নং ৪৪ এ মরহুম অধ্যাপক এম এ মান্নান, ভোটার নং ৬৩৩ এ মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, ভোটার নং ৬৯১ এ মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বাচ্চুর নাম অন্তর্ভুক্ত। এছাড়া মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—এডভোকেট মঞ্জুর মোরশেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, সাবেক পিপি এডভোকেট হারিস উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শাহেন শাহ আলমসহ অর্ধশতাধিক ব্যক্তি।

ভোটার তালিকায় ডুপ্লিকেট ভোটারও পাওয়া গেছে। মোহাম্মদ আলী তালুকদারকে ভোটার নং ২০৫ ও ২০৬—দুইবার অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ৪৩৯ ভোটারের মধ্যে মাত্র ৫০ জনের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে; বাকিদের পরিচয় যাচাইয়ের মতো কোনো তথ্য নেই।

সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহজাহান (সিরাজী) অভিযোগ করেন, ভোট চাইতে গিয়ে জানতে পারা গেছে অনেক ভোটার মৃত। অনেকের ঠিকানা ও মোবাইল নম্বর নেই, জাতীয় পরিচয়পত্র নম্বরও দেওয়া হয়নি। একই নাম ও ঠিকানা দিয়ে একাধিকবার ভোটার করা হয়েছে।

সূত্র জানায়, একাধিক প্রার্থীর মনোনয়নপত্রেও রয়েছে কাটাকাটি ও ভুল তথ্য। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানানো হলেও সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি।

গাজীপুর ইউনিটের অফিসার ও নির্বাচন কমিশনের সদস্য সচিব মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন বলেন, এসব বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি আরও জানান, তিনি নতুন যোগদান করেছেন, তাই বিষয়গুলো পুরোপুরি জানেন না।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিন আল পারভেজ বলেন, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি যে তালিকা দিয়েছে, সেই তালিকার ভিত্তিতেই ভোটার তালিকা তৈরি করা হয়েছে। মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা অনাকাঙ্ক্ষিত। মনোনয়নপত্রে ঘষামাজার অভিযোগও পাওয়া গেছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে।