গত বৃহস্পতিবার ৩/১৪ ব্লক- জি লালমাটিয়া, মোহাম্মাদপুর ঢাকাস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম,এ, মাদরাসা ও রাহমানিয়া জৈনপুরী খানকা দরবার শরীফের উদ্যোগে মাসিক জেকের, তাফসির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া ও তাফসীর করেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জওয়ানপুরী পীর আর ও ওয়াজ করেন ড, এইচ, এম, রমজান পাশা ও সৈয়দ মিশকাতুর রহমান জৈনপুরী উপস্থাপনায় মৌলানা তোজাম্মেল হক ও মিলাদ পাঠ করেন শাকিল আহমেদ ও হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে খাস দোয়া করা হয়।

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসায় ১ম শ্রেণী -কামিল পর্যন্ত যারা আবাসিক অনাবাসিক ভর্তি হবে তাদের অন্ন বস্ত্র যাবতীয় কিছু ফ্রি করিয়া দিবেন বলে ঘোষণা দিয়া পীর আখেরী মুনাজাত করেন। প্রেসবিজ্ঞপ্তি।