গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাংগাইল–২ জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৪ জামাত নেতার মনোনয়ন সংগ্রহ ডিসেম্বর (বুধবার)গোপালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (গোপালপুর–ভূঞাপুর) আসনের এমপি প্রার্থীর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস ছালাম খান, গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান তালুকদার , উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ ইদ্রিস হোসাইন , উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নির্বাচন সংক্রান্ত বিষয়াবলি নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।