বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোন উপায় নেই। অতএব শান্তি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। তিনি বলেন, দেশের জনগণ ৫৪ বছরে ভুল শুধরানোর সুযোগ হিসেবে আগামী নির্বাচনকে কাজে লাগাতে চায়। মানুষ পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যার বাস্তব প্রমাণ। তিনি বলেন, আগমী জাতীয় সংসদ নির্বাচনেও এই দেশের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ্। জনগণ এখন সুষ্ঠু নির্বাচন ও আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন হিসেবে জামায়াতে ইসলামীকে ভোট দিতে মুখিয়ে আছে। মঙ্গলবার (২১ অক্টোবর) খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ২নং ওয়ার্ডের উদ্যোগে আসাদের মোড় থেকে কেডিএ আবাসিক, সোনালী আবাসিক, মীরেরডাঙ্গা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ২নং ওয়ার্ড আমীর শেখ আলাউদ্দিন, সেক্রেটারি নিজাম উদ্দিন খান, ১ নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ, রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই সংসদ সদস্য প্রার্থী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে একত্রিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কুরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।