গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহিনী বাজার এলাকার মুকুল ইসলামের মুশফিকা ফানির্চারের পশ্চিম পার্শ্বে সাঘাটাগামী পাকা রাস্তার ওপর নম্বর বিহীন যাত্রীবাহী সিএনজি হতে ওই মাদক ব্যবসায়িদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হচ্ছে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবুল হাসেম, একই ইউনিয়নের শিবরাম বাঁশগাড়ি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মাহাবুব হোসেন ওরফে মাহাবুব এবং ওই ইউনিয়নের শিবরাম বামনটারি গ্রামের মানিক মিয়ার ছেলে মনির হোসেন।

গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের ইন্সপেক্টর তরুণ কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।