পদ্মার নদীর পানি রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এতে নদীর তীরবর্তী নি¤œ এলাকায় পানি ঢুকে পড়েছে। নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় ও ঝুঁকি এড়াতে নগরীর টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রাজশাহী পয়েন্টে নদীর বিপৎসীমা ১৮.০৫ মিটার। এই পয়েন্টে এখন তা ১৭.৫০ মিটারে পৌঁছেছে। পাউবো সূত্রে জানা গেছে, ২৪ জুলাই থেকে রাজশাহীতে পদ্মার পানি বাড়তে শুরু করে। ওইদিন পানির উচ্চতা ছিল ১৬.৩৫ মিটার। পরবর্তীতে পানি কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে পুনরায় বৃদ্ধি শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র টি-বাঁধ এলাকায় প্রবেশ ও পরিদর্শন কার্যক্রম বন্ধ রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাশাপাশি নদীর পাড় সংলগ্ন ব্যবসায়ী ও দোকানিদেরও স্থান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পানি বৃদ্ধির কারণে রাজশাহী ও সংলগ্ন বিভিন্ন চরের অংশ তলিয়ে গেছে। চর খিদিরপুরের একজন বাসিন্দা জানান, “নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় চরগুলো তলিয়ে গেছে। আমরা গবাদিপশু ও মালামাল নিরাপদ স্থানে সরিয়ে এনেছি, কিন্তু খাওয়ানোর জন্য গোখাদ্যের অভাব দেখা দিয়েছে।” স্থানীয়রা জানিয়েছেন, উজানে ভারি বৃষ্টিপাত বা গঙ্গার পানি প্রবাহ বাড়তে থাকলে পদ্মার পানি দ্রুত বিপদসীমা অতিক্রম করতে পারে।