নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী হত্যা মামলায় বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিককে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ আগস্ট পৌরসভার ৬নং ওয়ার্ডের খাল বেপারী বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মানিক ওই বাড়ির আবুল কালামের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বুধবার (২০ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা মানিক ৭ জন জামায়াত-শিবির কর্মী হত্যার মামলার আসামি। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে উপজেলা গেইট এলাকায় গুলিতে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী নিহত হন। নিহত জামায়াত কর্মী সাইফুল ইসলামের ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা মামলা রুজু করে।

এরপর গত বছরের ২৬ সেপ্টেম্বর ওই ঘটনায় সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান, কোম্পানীগঞ্জ থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সাবেক এসআই সুধীর রঞ্জন বড়ুয়া, আবুল কালাম আজাদ, শিশির কুমার বিশ্বাস, উক্যসিং মারমাসহ মোট ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।