ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও মধুহাটি ইউনিয়নে এক রাতে সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় মোট পাঁচটি গরু ডাকাতি হওয়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বুধবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হতভম্ব হয়ে পড়েছে।
মধুহাটি ইউনিয়নের ডুগডুগি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সিনিয়র সাংবাদিক সাগর আহমেদের গোয়ালঘরের তালা ভেঙে তার দুইটি গরু নিয়ে যায় ডাকাতরা। চুরিকৃত গরুর মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। সাগর আহমেদ বলেন, প্রতিদিনের মতো রাতে গোয়ালে তালা মেরে ঘুমাতে যাই। ভোরে নামাজের জন্য উঠেই দেখি গোয়ালঘরে গরু নেই। জীবনের জমিয়ে রাখা সম্পদ এক রাতে শেষ হয়ে গেলো। এখন আমি কী করবো বুঝে উঠতে পারছি না।
অন্যদিকে সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলামের একটি এড়ে গরু এবং বাদপুকুরিয়া গ্রামের হাসেম মিয়ার ছেলে রাসেলের দুইটি গরু একইভাবে ডাকাতদল লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে দেখি রাসেলদের গরু এবং চেয়ারম্যানদের বাড়ির গরু কারীর মোড়ে একটি পিকআপে তুলছে। আমরা চিৎকার করলে ডাকাতরা পিস্তল ও ধারালো ছুরি দেখিয়ে বলে— এই ওদের গুলি কর, না হলে ছুরি মারা লাগবে! এভাবে ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে ডাকবাংলা ত্রিমোহনীর দিকে পালিয়ে যায় তারা।
এক রাতে একাধিক বাড়িতে এমন সশস্ত্র ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিয়মিত গরু ও ছাগল চুরির ঘটনা বাড়তে থাকায় বাদপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে রাতের পাহারাদারি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।