DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ফায়ার সার্ভিসের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

Printed Edition
DailySangram-Logo

চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ফায়ার সার্ভিসের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হুসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা প্রমুখ উপস্থিত ছিলেন। মহড়া কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সর্ভিসের চৌগাছা স্টেশনের সদস্যরা। এতে উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

হাটহাজারী (চট্টগ্রাম)

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (সোমবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আকরাম উদ্দিন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান। দিবসে হাটহাজারী ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোকাবেলার কয়েকটি জরুরী মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আত্রাই (নওগাঁ)

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

সোমবার ১০ মার্চ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, বিএনপি নেতা নাদিম হোসেন, নিয়ামত আলী বাবু প্রমুখ বক্তব্য দেন।