সম্প্রতি বান্দরবান পি টি আই এর ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট্স চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) এর অর্থায়নে ২০২ ও ২০৩ তম কাব স্কাউস ইউনিট লীডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ জন পি.টি.আই ও প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকা এতে অংশগ্রহণ করেন। সমাপনী দিবসে মহা তাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লীডার মোহাম্মদ সোলাইমান এল টি, প্রধান অতিথি ছিলেন পি.টি.আই বান্দরবান এর সুপার উত্তম কুমার দাশ গুপ্ত, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা রোবারের কোষাধ্যক্ষ আবুল বশর ছিদ্দিকী, মো ফেরদৌস আক্তার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০৩তম কোর্সের কোর্স লীডার মোহাম্মদ আলী এ.এল টি, অনুষ্ঠান পরিচালনা করেন স্কাউট লীডার মোহাম্মদ ওবায়দুল্লাহ।

২৪ থেকে ২৮ মে/২৫ অনুষ্ঠিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি ও প্রধান স্কাউট ব্যক্তিত্বদয়গণ প্রশিক্ষিত ৫৮ জন নবদীক্ষিত স্কাউটারগণকে স্ব স্ব ইউনিটে ২৪ জন শিক্ষার্থী নিয়ে কাবস্কাউট দল গঠন নিশ্চত করার আহ্বান জানান।