গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এ সময় টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডাক্তার সাইদুর ইসলাম সেলিম। প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে।

রংপুর : রংপুর সিটি করর্পোরেশন এলাকায় এবং জেলায় গতকাল রোববার থেকে ১৩ ই নবেম্বর পর্যন্ত ১৮ কার্য দিবসে রংপুর জেলায় সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া শুরু হয়েছে।

এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশু ও জেলার ৮ উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন শিশু-কিশোরকে টিকা দেয়া হবে। নির্ধারিত সময়ে নিবন্ধিত-অনিবন্ধিত সকল শিশু কিশোরকে এ টীকা দেয়া হবে।

গত রোববার সকালে রংপুর সিটি করর্পোরেশন এলাকার রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তন কেন্দ্রে শিশু-কিশোর শির্ক্ষাথীদের মধ্যে টাইফয়েডের টিকা প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে। রংপুর সিটি করর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম এর উদ্বোধন করেন। এসময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম, অধ্যক্ষ প্রফেসর কে এম জালার উদ্দিন আকবর, সিটি করর্পোরেশনের প্রশাসক উম্মে ফাতেমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান এবনে তাজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মাঝে টাইফয়েডের টিকা দেয়া হবে। এছাড়া সিটি করর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ১৯৮ জন স্বস্থ্য কর্মীর তত্বাবধানে স্বেচ্ছাসেবকরা এব্যাপারে দায়িত্ব পালন করছেন।

নাটোর : নাটোরে টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাজরা নাটোর এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় সিভিল সার্জন ডাঃ মোক্তাদির আরেফিন বলেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় রোববার থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে চার লাখ ২৯ হাজার ৮৮২ জনকে বিনা মূল্যে টিকা প্রদান করা হবে। এই টিকা পরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা ইপিআই টিকাদান কার্যক্রমের মত টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফল করতে চাই। নির্ধারিত বয়সী শিশুদের টিকাদানের আওতায় নিয়ে এসে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে চাই।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় চত্বরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান, সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।