তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী ব্রিজটির বর্তমান অবস্থা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে এর সংস্কার বা মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কাকিয়াখালী ব্রিজটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন, দুর্বল কাঠামো ও চলাচলের ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিদিন মানুষ আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির চাপ ও পিচ্ছিল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার বিষয়টি তিতাস উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।উল্লেখযোগ্য যে, আশপাশের এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকলেও কাকিয়াখালী ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এতে করে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, বয়স্ক ও রোগীবাহী যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।এমতাবস্থায় স্থানীয় জনগণের জোর দাবি, কাকিয়াখালী ব্রিজটি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কিংবা টেকসই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। জননিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তিতাস উপজেলা প্রশাসন ও এলজিইডি’র দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী। এই বিষয় তিতাস উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান ব্রীজটি আমরা সরজমিনে গিয়ে পরিদর্শক করে জরুরি ভিত্তিতে চাহিদা পত্র দিয়ে রাখছি, আশা করি খুব দ্রুত কাজ টা পাস হবে।