বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সদর উপজেলার গোড়গ্রামে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ কাবেরুল ইসলাম লিটন এবং মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মাহাবুবা ফাউন্ডেশনের ব্যবস্থাপক গোলাম আরেফিন সরকার জানান প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষ এখানে দিনভর বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহন করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়া আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্লাড গ্রুপ নির্ণয় করেন।