মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচর উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আসাদুর রহমান একই কর্মস্থলে ২০ বছর ধরে কর্মরত রয়েছে। জড়িয়েছেন বিভিন্ন অনৈতিক কাজে। ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা। এ ঘটনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে মাদারীপুর জেলা প্রশাসক বরাবর।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবচরের একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান যিনি একজন আওয়ামী লীগের লোক। তিনি শিবচরে প্রাই ২০ বৎসর বছর যাবৎ শিবচরে কর্মরত রয়েছেন। সরকারি বিধিমোতাবেক একই কর্মস্থলে ৩ বছরের বেশি থাকার নিয়ম নেই। অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন শিবচরে অবস্থান করায় এখানকার ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতা রয়েছে এবং তিনি নিয়মিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান করেন। অভিযোগের বিষয় মুঠোফোনে জানতে চাইলে মো: আসাদুর রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না বলে দাবি করেন।