আইনশৃংখলা কমিটির সভা
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টানা অভিযানে মাদক, অবৈধ মদ ও ভায়াগ্রা ট্যাবলেটসহ নয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন মাদক বহনকারী, অবৈধভাবে ভারত থেকে আসা এবং ভারত যাওয়ার চেষ্টাকারী বাংলাদেশি নাগরিক।
সম্প্রতি মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) চারটি পৃথক অভিযানে এসব আটক ও মাদকদ্রব্য উদ্ধার করে। বিজিবি জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।
প্রথম অভিযান ভোর ৫টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গার ইসলামপুর গ্রামের পিচমোড়ে পরিচালিত হয়। জীবননগর বিওপির টহল দল সেখানে মো. কাসেদ আলী (৫০)-কে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি বাটন মোবাইল ফোন ও একটি ভ্যানসহ আটক করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুর গ্রামের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৯৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাপাতলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে। পুরুষরা হলেন—খুলনার পাইকগাছার মো. আলামিন মোড়ল (৩৭) ও সুমন আলী সরদার (২৯)।
খোসালপুর গ্রামে আরেক অভিযানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় এক নারীকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর এবং ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া থানাধীন গেড়াখালী মাঠ থেকে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া বিভিন্ন বিওপির অভিযান থেকে ৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, এসব পণ্য চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনেছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দ করা পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে মদ ও অন্যান্য মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করা হবে।
রংপুর অফিস : র্যাব-১৩ রংপুরের অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৩ রংপুরে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলাহয়, গত ১৪আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এরএকটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের শফিকুল ইসলামের চা এর দোকানের সামনে রংপুর থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। এ সময় মাদক কারবারী লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ১নং ওয়ার্ডের মৌজা শাখাতী এলাকার আব্দুল আজীজ ও খাদিজা বেগমের ছেলে রিফাত মিয়াকে (১৯) আটক করা হয়।
আটক মাদক কারবারীকে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রতি মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে গোবিন্দগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, ওসি তদন্ত পবিত্র কুমার, ওসি হাইওয়ে মোজাফফর হোসেন, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু সাধারণ সম্পাদক শওকত জামান, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসাইন, এনসিপির উপজেলা আহ্বায়ক ডাবলু উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, যুব আন্দোলনের মুফতি তৌহিদুল ইসলাম প্রমুখ।