পিরোজপুরে আব্দুল আলিম (৫২) নামে কুমারখালী ফাজিল মাদরাসার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা সদর থানার এসআই রাধারমনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ বিকেলে আদালতে হাজিরা শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪২)। মামলা নং ১৯ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩/৪/৬ মামলা রুজু হয়েছে।

আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

ঐ মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন (যিনি বিগত সরকার আমলের কয়েকটি মামলায় বর্তমানে সাসপেন্ড রয়েছেন) জানান , মাওলানা আব্দুল আলীম জুনিয়র শিক্ষক হয়েও ক্ষমতার দাপটে অবৈধ স্কেল গ্রহণ করেছে, হয়েছেন সহকারি অধ্যাপক। বায়তুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখেও ক্যাপিটেশন গ্রান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার নামে। ৮ম শ্রেণীর ছাত্রী বিবাহ করে বসলিয়ে বিয়ে করার অভিযোগসহ তার বিরুদ্ধে অনেক গুরুতর জন্য অভিযোগ রয়েছে।