বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে জোলেখা বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনি মারা যান। নিহত জোলেখা বেগম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী সড়কপাড়া এলাকার অপু আহম্মেদের স্ত্রী।

স্থানীয় ওয়ার্ড সদস্য সাহেদ আলী জানান, সোমবার রাত ১২টার দিকে হাঁস-মুরগীর শোরগোল শুনে মুরগীর ঘরে দেখতে যান। এ সময় তিনি অন্ধকারে ছোট্ট কুঠি ঘরের ভেতরে হাত দিলে সেখানে থাকা সাপে তাকে দংশন করে। পরে কিসে কামড় দিলো দেখার জন্য টর্চ লাইট এনে ভেতরে হাত দিয়ে আলো জ্বালালে পুনরায় সাপ তাকে দংশন করে। কিš‘ এরপরও তিনি চিকিৎসা না নিয়ে বাড়িতে থাকেন। রাত তিনটার দিকে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সকালে তাকে পাবনা সরকারী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।