দুই সপ্তাহেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা। তিন মাস যাবত স্থবির কুয়েট। লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। এই আন্দোলনে একাত্মতা জানিয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। অন্যদিকে খোলা চিঠি লিখে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। চলতি সংকটের মধ্যে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গেছেন ঢাকায়। কুয়েটের শিক্ষকরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কক্ষে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। কিছু সময় পর তারা প্রশাসনিক ভবনের নিচে আসেন এবং বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকদের আন্দোলনস্থলে এসে একাত্মতা প্রকাশ করেন ১৯ ব্যাচের প্রায় ১০০ শিক্ষার্থী।
শিক্ষার্থী শাফতি আশারি, জিহাদ, ইউসুফ ও শিহাব জানান, আর এক মাস একাডেমিক কার্যক্রম চালু থাকলে আমরা পাস করে বেরিয়ে যেতাম। কিন্তু তিন মাস ধরে অচলাবস্থার মধ্যে পড়েছি। আমরা চাই, দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু হোক। তারা বলেন, যারা শিক্ষকদের লাঞ্ছিত করেছে, তাদের শাস্তি চাই। তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সঙ্গে আমরা একমত। তবে নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায়।