চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু জ্বর বর্তমানে সবখানে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে চট্টগ্রামে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। বর্ষা মৌসুমে এ রোগের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে।

তিনি বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সরকারকে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জনগণকে সচেতনতা বাড়াতে হবে। বৃহস্পতিবার দেওয়ানবাজারে নগর জামায়াত কার্যালয়ে এক জরুরি কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু এডিস মশার কামড়ে ছড়ায়। তাই ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, মাহমুদুল আলম, আমির হোছাইন এবং হামেদ হাসান ইলাহী।

বৈঠক শেষে নেতৃবৃন্দ আল্লাহর দরবারে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মহামারি থেকে রক্ষা পেতে দোয়া করেন।

সদরঘাট থানা জামায়াতের রুকন সম্মেলন : চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তায়ালা রাসূল (সঃ) কে পাঠিয়েছিলেন। আমাদেরও একই কাজ করতে হবে। আর সমস্ত বাতিলের উপর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের তৈরী করা সমস্ত মতবাদকে নিচে রাখতে হবে এবং আল্লাহর কালেমাকে উপরে উঠাতে হবে।

তিনি আরো বলেন, আমাদের জান ও মাল সব কিছুই দেয়া আল্লাহর। তাই আমাদের কাজ হলো তার শুকরিয়া আদায় করা।

আমরা সকল হুকুম মানবো আল্লাহর। সবকিছুর উপরে আল্লাহর হুকুম পালন করাকে জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।

রুকনদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় থাকতে হবে, কোনো ভাবে দুর্বল হওয়া যাবেনা। গতকাল শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে থানার কার্যালয়ে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেনতেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।

তিনি বলেন, অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি। আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে। আমরা বিভক্ত হইনি। যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমীর মুহাম্মদ আবদুল গফুর এবং সঞ্চালনা করেন থানার সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন পতেঙ্গা থানার নায়েবে আমীর, ইসলামী চিন্তাবিদ ও পতেঙ্গা ইসলামিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ড. আবদুল মোতালেব। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা শফিউল আলম। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েব আমীর ডা. আবদুল মতিন তালুকদার, সহকারী সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, ২৮ নম্বর ওয়ার্ড আমীর কবির আহমদ, ২৯ নম্বর ওয়ার্ড আমীর মুহাম্মদ ইব্রাহীম, ৩০ নম্বর ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদার প্রমুখ।