টাংগাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতিতদের সংবর্ধনা দেয়া হয়। আজ বুধবার র মধুপুরে দোখলা চুনিয়া কটেজে এ সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাংগাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ আর ভারতের তাবেদারি পছন্দ করে না।

modhupur

উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রিজোয়ানুল্লাহ খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, ড. আতাউর রহমান, টাংগাইল ১ (মধুপুর -ধনবাড়ি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী, মাওলানা মোঃ বোরহানুল ইসলাম, ধনবাড়ি উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান, টাংগাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমুখ । সকল কারা নির্যাাতিতদেরকে অতিথিবৃন্দ ফুলেল শুভেচছা জানান। নির্যাতিত ব্যক্তিগণ তাদের স্মৃতিচারণ করেন।উল্লেখ্য গত ২১শে ফেব্রুয়ারি ২০১৩ সালে দোখলা থেকে গোপন বৈঠকের কল্পিত অভিযোগে তৎকালীন উপজেলা আমিরসহ ৮০জনকে গ্রেফতার করে ফ্যাসিবাদী পুলিশ প্রশাসন।