দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতেই এই সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি দশমিনা উপজেলার একটি অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ শাহ-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার বাইতুলমান সম্পাদক মুহা. তানভির মাহমুদ এবং ছাত্রশিবির দশমিনা থানা শাখার সভাপতি মুহাঃ জুবায়ের ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দশমিনা উপজেলা আমীর এম. লুৎফর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল বাশার।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য শুধু রাজনীতি নয়, বরং জনগণের কল্যাণে কাজ করাও এ সংগঠনের অন্যতম মূলনীতি। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জামায়াত সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।