চট্টগ্রাম জেলা ও মহানগরীর পৃথক তিনটি স্থানে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে তিনজন খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফটিকছড়িতে এক জামায়াত কর্মীকে গুলী করে, হাটহাজারীতে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে এবং নগরীর বন্দর এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, প্রতিটি হত্যাকা-ের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ফটিকছড়িতে মোটরসাইকেল আরোহীদের গুলীতে জামায়াত কর্মী নিহত : চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলীতে জামাল উদ্দিন (৩৭) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলীবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকার একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামাল উদ্দিন বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলীচালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, এটি পরিকল্পিত হত্যাকা- বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলটি জনবসতি থেকে দূরে এবং আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। হত্যাকারীরা আগেই জায়গাটি রেকি করে থাকতে পারে।
রহস্যময় ফেসবুক পোস্ট : এই হত্যাকা-ে নতুন মোড় নিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির একটি ফেসবুক পোস্ট। পুলিশ ঘটনার খবর পাওয়ার আগেই রাত ৭:৪০ মিনিটে রনি তার আইডিতে নিহতের নাম ও রাজনৈতিক পরিচয় উল্লেখ করে পোস্ট দেন। পুলিশের আগে রনি কীভাবে তথ্য পেলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকা- এবং সময়ের এই অসঙ্গতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রনির তথ্যের উৎস, ফোনকল ও ডিজিটাল যোগাযোগ যাচাই করছে পুলিশ।
হাটহাজারীতে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক খুন : একই রাতে হাটহাজারীতে ছুরিকাঘাতে মাহবুবুল আলম (৩৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বাসস্ট্যা- কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, অটোরিকশায় করে আসা তিনজন দুর্বৃত্ত মাহবুবুল আলমকে ছুরিকাঘাত করে।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকা- সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপরজন পলাতক। হত্যাকা-ের প্রতিবাদে রোববার সকালে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
নগরে ছুরিকাঘাতে যুবক নিহত : অন্যদিকে নগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বন্দর থানার ওসি আব্দুর রহিম জানান, গুরুতর আহত অবস্থায় আজিয়ার রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকারীদের শনাক্তে একাধিক পুলিশ টিম কাজ করছে।
সার্বিক পরিস্থিতি ও তদন্ত অব্যাহত : একই রাতে তিনটি হত্যাকা-ের ঘটনায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্যান্য অপরাধ সবদিক বিবেচনায় নিয়ে তিনটি হত্যাকা-ের তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি ঘটনায় মামলা ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে একাধিক টিম কাজ করছে।