মাগুরায় শাবলের আঘাতে স্বামীর হাতে স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। সম্প্রতি উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রী সোনালী বেগম (৪০) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন জানায়, বাবা ঢাকায় রডমিস্ত্রির কাজ করে বাড়ি এসে মার সাথে ঝগড়া হয়। মা ঘরে থেকে দরজা দিয়ে রাখে বাবা বারান্দায় ছিল। বাবা মাকে মারবে যার ভয়ে দরজা খুলেনি মা। পরে বাবা ঘরের জানালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। মার মাথায় রডের শাবল দিয়ে আঘাত করে। এতে মা মারা গেছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রডের শাবল দিয়ে মাথায় আঘাত করে। ঘরের মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।