স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরে উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে রেল ব্লকেড কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার বিকেল ৪টায় তিতাস গ্যাস সংলগ্ন রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গঠিত পে অ্যান্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদ কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত। পরবর্তীতে ১৯৯৪ সালের ৩ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় পদটির দ্বিতীয় শ্রেণীর মর্যাদা নিশ্চিত হয় এবং নিয়োগবিধিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়। এ প্রেক্ষাপটেই উপ-সহকারী প্রকৌশলী পদকে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

তারা অভিযোগ করেন, বর্তমানে কিছু বিশ্ববিদ্যালয়ের বিএসসি প্রকৌশল শিক্ষার্থী এ পদে প্রবেশাধিকার দাবি করে ডিপ্লোমা প্রকৌশলীদের অর্জিত অধিকার হরণে ষড়যন্ত্র করছে। বক্তাদের মতে, এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন, যা চার কোটি ডিপ্লোমা প্রকৌশলী এবং চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে।

সমাবেশে তারা স্পষ্টভাবে জানান, বিএসসি শিক্ষার্থীদের তিন দফা দাবি দেশের প্রযুক্তি খাতে অস্থিরতা তৈরি করবে এবং প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে বিভেদ বাড়াবে। তাই সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

কর্মসূচির শেষ দিকে ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের সাত দফা দাবি পেশ করেন, যা বাস্তবায়নের মাধ্যমে ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।