চট্টগ্রাম ব্যুরো : বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, আরবী সাহিত্যিক ও কবি, চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (র) এর নাগরিক স্মরণসভা চট্টগ্রাম দারুল মা আরিফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জামেয়ার নব-নিযুক্ত পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর হযরত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। শনিবার সন্ধ্যায় যোহরের পর চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসা মিলনায়তনে এই নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর বলেন, আল্লামা সুলতান যওক নদভী ইলম আমলের এক অপূর্ব দৃষ্টান্ত। তার জীবন থেকে সবাই যেন শিক্ষা গ্রহণ করে এবং তার জন্য দু’আ করে। তাঁর স্থানে যাকে দারুল মাআরিফের জিম্মাদারী দেওয়া হয়েছে তাকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরবিয়ার মহাপরিচালক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার পরিচালক মাওলানা আবু তাহের নদভী, জামেয়াতুন নুরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামজা, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান, আল্লামা মুফতি শামছুদ্দিন জিয়া, সাবেক এমপি আলহাজ্ব হামিদুর রহমান আজাদ, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ড. আ ক ম আব্দুল কাদের, ড. মাওলানা সৈয়দ আবু নোমান, ড. রশিদ জাহেদ, অধ্যক্ষ আ ন ম সলিমুল্লাহ, ড. মুস্তফা কামিল মাদানী, হাফেজ তৈয়ব সহ মরহুম আল্লামা যওক নদভী ( রহ ) এর অগনিত বন্ধু, শীষ্য, গুণমুগ্ধ আলেম উলামা , ইসলামিক স্কলার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ সমাজের সর্বস্তরের দ্বীনপ্রিয় মানুষ। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) দেশের আলেম সমাজের জন্য এক আলোকবর্তিকা ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন পদপর্শক হারাল। তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) সব সময় আলেম-ওলামাদের মধ্যে ঐক্যের আহ্বান জানাতেন। তিনি বিশ্বাস করতেন, আলেম-ওলামাদের ঐক্য হলে পুরো জাতি ঐক্যবদ্ধ হবে। দেশ ও জাতি গঠনে এবং উম্মাহর খেদমতে আল্লামা নদভী (রহ.) অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আল্লামা যওক নদভী (রহ) তাঁর ইলম, আমল, উন্নত চরিত্র, উম্মাহর দরদ, শিক্ষা সংস্কারের সফল রূপায়ন, উদার মানসিকতা ও অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যু জাতি ও উম্মাহর জন্য একটি অপূরণীয় ক্ষতি। আল্লামা যওক নদভী (রহ) ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ইসলামী শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর চিন্তা ও আদর্শ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন হুজুরের বড় ছেলে মাওলানা এমদাদুল্লাহ, জামাতা মাওলানা আবু ছালেহ ও বড় নাতি মাওলানা শিবলী নোমানী। আর ছোট দুই সন্তান মুহাম্মদ ও নাজিবা হুজুরের রচিত উর্দু সঙ্গিত পরিবেশন করলে পুরো অনুষ্ঠানস্থল আবেগাপ্লুত হয়ে পড়ে। অনুষ্ঠানে আল্লামা যওক নদভীর কর্মময় বর্ণাঢ্য জীবনের উপর বাংলা ও আরবী ভাষায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামেয়ার মুহাদ্দিস শায়খ এনামুল হক সিরাজ মাদানী, শায়খ মুহাম্মদ আফীফ ফুরকান মাদানী ও মুফতি হামেদ ফরিদ। উল্লেখ্য, বিখ্যাত আরবী সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী (রহ.) গত ২ মে দিবাগত রাত ১২টার দিকে পর ইন্তেকাল করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।