আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলী উপজেলার গোছখালী গ্রামের খালে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি,গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা নাকরেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট,বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী,খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না।এআইনকে অবজ্ঞা উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী খালে মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি একটি অবৈধভাবে বালু উত্তোলন করছেন। পরিবেশ বিষয়ক আইনি সংস্থা ‘বেলা’ একটি সূত্র জানায়, বোমা (ড্রজার) মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ।বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়।