বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। সম্প্রতি নগরীর সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হয়। এখান থেকে নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারক লিপি তুলে দেন। শিক্ষকদের এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন।
নেতৃবন্দ বলেন, দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈরশাসন, বৈষম্য ও শিক্ষাক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে-তার চেতনায় শিক্ষা ব্যব¯’ায় নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে নতুন সংস্কার জরুরি হয়ে পড়েছে।
আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা সভাপতি অধ্যাপক মো. আব্দুর রব, কারিগরি বিভাগের মহানগরী সভাপতি অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, পিএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশীদ, স্কুল শিক্ষক পরিষদের সেক্রেটারি মো. মাহিনুর রহমান, খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. মনিরুজ্জামান, রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সবুরুননেছা মহিলা কলেজের অধ্যাপক মো. নূরুজ্জামান তুহিন, মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান, মহানগরী সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম, ফেডারেশনের খুলনা কলেজ সভাপতি অধ্যাপক মো. ওয়ালিউল্লাহ, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মারুফুর রহমান, অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক শাহীনুর রহমান, অধ্যাপক এবিএম তৈয়্যেবুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদান পূর্বে আয়োজিত মানববন্ধনে শিক্ষক সমাজের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান মামুন, প্রিন্সিপাল লোকমান হোসেন, মাওলানা শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ আজিজুল হক, আহমদুল কবির ফয়সাল, মারিয়া সুলতানা, অধ্যাপক মোজাম্মেল হক ও শামসুজ্জামান সিকদার প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ ও শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
স্মারকলিপি প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী এবং সঞ্চালনা করেন মহানগর অফিস সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ আকাশ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো. নূরনবী, সলিমা সিরাজ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহছেন আল হোসাইনী, প্রফেসর সিরাজ উদ্দৌলা, অধ্যক্ষ হোসাইন আহমেদ, মীর মো. আবুল কালাম, মো. আবু সালেহ, নূরুল বশর রাসেল, মাওলানা ওসমান গণি, মাওলানা মো. ওবাইদুল হক, খায়ের উদ্দীন সোহেল ও ওবায়েদুল্লাহ।
নাটোর সংবাদদাতাঃ নাটোরে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বাড়ি ভাড়া সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা। সম্প্রতি শহরের মাদরাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষকেরা জানান, বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ সাত দফা দাবি সরকারকে দ্রুত মেনে নিতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছেন শিক্ষক- কর্মচারীরা।
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকদের ৭ দফা দাবি এবং শিক্ষা সংস্কারের জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন মুিন্সগঞ্জ জেলার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসক মুন্সিগঞ্জের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়,২০শে অক্টোবর সম্প্রতি মুন্সীগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে এই স্মারকলিপি প্রদান করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলার, সেক্রেটারি মোঃ সুরুজ মিয়া মাষ্টার, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোঃ গোলাম জিলানী মোঃ মাহবুবুর রহমান, মো: মজনু দেওয়ান মোঃ ওয়াসীম, অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, আবদুস সালাম, আল আমিন সহ এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ
চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৭ দফা সম্প্রতি চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সামাবেশ শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতাত্তোর বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারের উদাসীনতা, বিশেষ গোষ্ঠীর অপতৎপরতা এদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, শিক্ষা সহায়ক পরিবেশ ও শিক্ষাক্রমের সুষ্ঠ বিকাশ কে বাঁধাগ্রস্ত করেছে।একদিকে পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন এবং অপরদিকে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব এ দেশের নিজস্ব শিক্ষা কাঠামো তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিগত পতিত ফাঁসিবাদী সরকার ২০১০সালে একটি ফ্যাসিবাদি শিক্ষা নীতি প্রণয়ন করে
ফেনী সংবাদদাতা : সম্প্রতি শিক্ষকদের চলমান আন্দোলনে সমর্থন ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।এর আগে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডে তাঁরা এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা মুফতি আবদুল হান্নান, শিক্ষকদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম. একরামুল হক ভূঁইয়া, অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, মাওলানা নুর মোহাম্মদ, উপাধ্যক্ষ জসীম উদ্দিন মোল্লা প্রমুখ।
মেহেরপুর সংবাদদাতা : সম্প্রতি মেহেরপুর জেলা প্রশাসক হাতে স্মারকলিপি তুলে দেনন শিক্ষক নেতাগণ। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আল আমিন ইসলাম (বকুল)
বক্তব্য রাখেন মমিনপুর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ জাবারুল ইসলাম, গাংনী উপজেলা, মাধ্যমিক শিক্ষক পরিষদ সেক্রেটারি হাসানুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদ মো: আইয়ুব আলী, গাংনীয় উপজেলা, মাধ্যমিক শিক্ষক, সভাপতি মোঃ মমিনুজ্জামান, সেক্রেটারি , সৈয়দ মনজুরুল হাসান টুটুল সভাপতি কিন্ডারগার্ডেন, মনোয়ার হোসেন সভাপতি কলেজ শিক্ষক পরিষদ গাংনী উপজেলা, আরিফুল ইসলাম সভাপতি কারিগরি শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা, আমজাদ হোসেন সভাপতি মাধ্যমিক শিক্ষক পরিষদ মেহেরপুর পৌর শাখা, রফিকুল ইসলাম কলেজ শিক্ষক পরিষদ, মোখলেসুর রহমান আদর্শ শিক্ষক ফেডারেশন, মোহাম্মদ সালেমন মাদরাসা শিক্ষক পরিষদ, আব্দুর জব্বার সেক্রেটারি মাধ্যমিক শিক্ষক পরিষদ, ড.এমদাদুল হক অধ্যক্ষ করমদি কলেজ, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মেহেরপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দরা।
পঞ্চগড় সংবাদদাতা : এমপিও ভুক্ত স্কুল,কলেজ এ মাদরাসা শিক্ষক -কর্মচারীগণের বাড়ি ভাড়া,বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং ইবতেদায়ী মাদরাসা ও নন এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা এমপিও ভুক্তের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।
সম্প্রতি পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো: সাবেত আলী মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
রংপুর অফিস ঃ সম্প্রতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করে।
এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন সরকার, জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল গণি, শিক্ষক নেতা অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক রায়হান সিরাজী অধ্যাপক হাফিজুর রহমান অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।
লালমনিরহাট সংবাদদাতা : সম্প্রতি ভকেশনাল মসজিদ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর ও দিনাজপুর অঞ্চলের সদস্য অধ্যাপক আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান। তিস্তা ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলানা মুজিবুর রহমান, কালিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, ফেডারেশনের অন্যতম জেলা উপদেষ্টা মাওলানা আফিফুল্লাহ বেলাল, মাওলানা আব্দুল মান্নান
ফেডারেশনের পৌর সেক্রেটারি মাওলানা মানিক, লালমনিরহাট সদর উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমিন, আদিতমারী উপজেলার সভাপতি মাস্টার হায়দার আলী প্রমূখ।
সিরাজগঞ্জ সংবাদদাতা : সম্প্রতি বাজার স্টেশন স্বাধীনতা চত্বরে সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম। প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার অন্যতম উপদেষ্টা অধ্যাপক জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সহ সভাপতি কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, সিমলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সবুজ কানন স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাসুদ আলম, কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেডারেশনের জেলা যুগ্ম সম্পাদক ড.আব্দুস সবুর প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ।
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে শিক্ষকদের ৭দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সম্প্রতি সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর নেতৃত্বে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের কাছে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সহিত শিক্ষকদের দাবি-দাওয়া গুলো শুনেন ও স্মারকলিপি পৌঁছে দেয়ার আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,মাদরাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারি মোঃ শাহীন মিয়া, কিন্ডারগার্টেন জেলা সভাপতি হাবিবুর রহমান হারিস, আদর্শ শিক্ষক পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।
ফুলবাড়ী সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সারা বাংলাদেশের ন্যায় এমপিওভুক্ত বাড়ীভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় ও সরকারের ঘোষিত আংশিক প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
বাড়িভাড়া মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টা থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু করে ববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোরশেদুল আলম,উপ জেলা শিক্ষক নেতা মাওলানা হাসমত আলী, খোরশেদ আলম, দ্বীপ্তি রানী, শিমুল প্রমুখ।