চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, অনুসন্ধানে ফারুক চৌধুরীর নামে ৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে, যার বিপরীতে তার কোনো বৈধ আয়, দায়দেনা কিংবা ব্যাংকঋণের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা তদন্তে এসব তথ্য পেয়েছি, তাই মামলা করা হয়েছে। আরও তদন্তে তার সম্পদের পরিমাণ বাড়তে পারে।”
দুদক সূত্রে জানা যায়, ফারুক চৌধুরী ২০১৩ সালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হন। পরে ২০১৮ সালের ২৩ অক্টোবর তাকে সভাপতি করে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
তিনি কর্ণফুলী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বও পালন করেন। ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর ‘নবসৃষ্ট’ কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফারুক। এরপর ২০২২ সালের ২ নভেম্বর দ্বিতীয় দফায় পুনর্র্নিবাচিত হন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ফারুক চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠহিসেবে পরিচিত ছিলেন। তবে চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফারুক চৌধুরী দাবি করেন,
‘আমার মালিকানায় এত পরিমাণ সম্পদ নেই। আমি এই বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করব।’