শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজার থেকে গাতিদার ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা! প্রচুর ধুলাবালির কারণে জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রচুর পরিমাণ ধুলাবালি সে রাস্তার উড়ে বেড়াচ্ছে। স্থানীয় কাঠমিস্ত্রি বুলবুল আহমেদ জানান, বিগত ২ বছর যাবত আমরা এই কষ্ট ভোগ করছি। দোকান ঘরে বসতে পারি না নাকের মধ্যে ধুলাবালি ঢুকে সর্দি কাশি শ্বাসকষ্ট বেড়েই চলেছে। এলাকার আরেকজন রেহানা খাতুন তিনি জানান, বাড়িতে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে বাড়িতে ঘরের ভিতরে খাদ্য, খাবারে এত পরিমাণ ধুলা যে আমাদের এলাকা ছেড়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প পথ নাই। পথচারীরা জানান, যে ঠিকাদার সঠিক সময়ে কাজ করতে না পারে এমন ঠিকাদারদের কাজ না দেয়ার জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অনুরোধ জানিয়েছেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান বারবার বলা সত্ত্বেও কাজটি হচ্ছে না। উপজেলা মাসিক মিটিংয়েও আমি এ বিষয়ে কথা বলেছি। ঠিকাদার নুরুল হক মোল্লার সাথে কথা বললে তিনি জানান এই মাসের মধ্যে কাজ শেষ করা হবে।