সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানে জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন রংপুরে সেবা প্রদানকারি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সম্প্রতি জেলা কালেকটরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের উদ্যোগে অনুষ্ঠিত “জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। রংপুর জেলা ও সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্ধোধন করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। টিআইবি’র কো-অর্ডিনেটর আতিকুর রহমান। এতে জনবান্ধব সেবা নিশ্চিত করতে সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে করণীয় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদান সমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট, জনবান্ধব সেবা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সনাক সভাপতি ডক্টর শাশ্বত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মশালার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু ছাঈদ, সমাজসেবার উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন, বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল আলম সরকার।