রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী-বয়ারচর সড়কের মোহাম্মদপুর তেগাছিয়া বাজার এলাকায় গাবতলী খালের উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক অতিরিক্ত জোয়ার ও বৃষ্টি পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গেছে। গত তিন চার দিন ধরে সেতুর পশ্চিম পাশের সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় সব ধরনের যানবাহনসহ জন সাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক দিনের অতিবৃষ্টি এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোত খাল দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কটি ধসে পড়ে। এতে করে উপজেলার চর গাজী ইউনিয়নের বয়ারচরের বাসিন্দারা এবং ওই এলাকায় চলাচলকারী কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকার মানুষ প্রতিনিয়ত এই সড়ক দিয়ে ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্র, রুহুল আমিন মার্কেট, চাররাস্তা বাজার, মোহাম্মদপুর তেগাছিয়া বাজার, ফরেস্ট সেন্টার বাজার, টাংকির বাজার, ছোলায়মান বাজার, হাতিয়া বাজার ও চেয়ারম্যানঘাটসহ অন্যান্য বাজারে যাতায়াত করা এবং মালবাহী ট্রাক, পিকাপ, সিএসজিসহদ যান চলাচল করতেন। এই সেতুর সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বয়ারচর এলাকায় ১১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৮টি মাদ্রাসার শিক্ষার্থীরাসহ এসব এলাকার চলাচলকারী অসুস্থ রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট-সিডিএসপি প্রকল্পের আওতায় ২০০২ সালে এলজিইডি প্রায় ৪০ মিটারের এই সেতুটি নির্মান করে। মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোত খাল দিয়ে প্রবাহিত হওয়ায় সেতুর প্রায় ১৫ মিটার এপ্রোচ ভেঙ্গে গেছে বলে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়।