দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার মহিলা বিভাগের রুকন রাশিদা খাতুন গত ৩জানুয়ারি আনুমানিক রাত ১টার দিকে স্ট্রোক জনিত কারণে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহারাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছত্রিশিবিরের দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ, সেক্রেটারি মারুফ হোসেন, উত্তর শাখার সেক্রেটারি সাফায়েত হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।