রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কুরবানির পশুর হাট। গত কয়েকদিনের তুলনায় গতকাল হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে পশুর দাম ছাড়ছেন না বেপারীরা। গতকাল বুধবার শাহজাহানপুর, শনির আখড়া, কচুক্ষেত, মিরপুরের ইস্টার্ন হাউজিং, উত্তরা দিয়াবাড়ী, গাবতলী ও লালবাগের পোস্তা এলাকার অস্থায়ী কুরবানীর পশুর হাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রচুর গরু কুরবানির জন্য বিক্রয়ের উদ্দেশে এনেছে বেপারীরা। এবার বড় গরুর সংখ্যা তেমন একটা চোখে পড়েনি। হাটগুলোতে রয়েছে প্রচুর ছোট ও মাঝারি ধরনের গরু। তবে লাখের নিচে গরুর দাম ছাড়তে চান না বেপারীরা। ফলে বিভিন্ন হাট ঘুরে সাধ্যের মধ্যে পশু ক্রয়ের চেষ্টা করছেন ক্রেতারা। এছাড়া, হাটগুলোতে অন্যবারের চেয়ে এবার ছাগল ও ভেড়ার উপস্থিতি কম দেখা গেছে। দামের বিষয়ে জানতে চাইলে ক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘কচুক্ষেত ও ইস্টার্ন হাউজিংয়ের গরুর হাটে গিয়েছিলাম। কিন্তু এখনো দাম ছাড়ছেন না বেপারীরা। ছোট ও মাঝারি ধরনের গরুর চাহিদা অনেক বেশি। তাই বড় গরুর চেয়ে এসব গরুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা।’ সন্তান ও স্বামী নিয়ে গাবতলী হাটে গরু কনতে এসেছেন সাবরিনা সুলতানা। তিনি বলেন, ‘আমরা নিজেরাই কুরবানী দিব।