গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের আঙ্গুরিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার ন্যাশনাল ডক্টরস ফোরাম গাজীপুরের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি, চিকিৎসকদের আন্তরিকতা এবং রোগীদের ভিড় একটি মানবিক আবহ সৃষ্টি করে।

মেডিকেল ক্যাম্পে শিশু, মেডিসিন ও গাইনি রোগীদের জন্য আলাদা বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এলাকার সাধারণ জনগণ দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনা, আর্থিক সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব কাটিয়ে এদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রায় ২০০-এর বেশি রোগী এ ক্যাম্প থেকে সরাসরি চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসাসেবায় নেতৃত্ব দেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রাক্তন অধ্যাপক ও গাজীপুর ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন। তার সঙ্গে ছিলেন বাংলাবাজার ইউনিটের সভাপতি ডা. জাকির হোসেন পারভেজ, ডা. সোহরাব হোসেন, ডা. সারোয়ার জাহানসহ উপস্থিত অন্যান্য চিকিৎসকগণ। প্রত্যেকেই অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডা. আলী আকবর। আর পুরো কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি স্থানীয় মানুষদের সাথে কথা বলেন, রোগীদের খোঁজ নেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে উন্নতমানের স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি দেন।

এলাকাবাসী জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে চিকিৎসকদের এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারি হয়েছে। গ্রামের মানুষের দরকারি স্বাস্থ্যসেবায় ন্যাশনাল ডক্টরস ফোরামের এই ক্যাম্পকে তারা আশীর্বাদ হিসেবে দেখছেন।