খুলনা মহানগরীতে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং। দিচ্ছে মোটরসাইকেল মহড়া। শনিবার সন্ধ্যায় ট্যাংক রোডে কিশোর গ্যাংয়ের মহড়া দেয়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করে। পরে পুলিশের উপস্থিতিতে আতঙ্ক কিছুটা দূর হয়।
স্থানীয়রা জানায়, “গত পরশু শুক্রবার রাত ৯টার দিকে ট্যাংক রোড ও কাগজী বাড়ি লেনের কয়েকজন কিশোর মিনি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে। পরে তাদের মধ্যে বিরোধ বাধে। এ ঘটনায় দুটি এলাকার কিশোরদের মধ্যে উত্তোজনার সৃষ্টি হয়। শনিবার মাগরিবের নামাজের কিছুক্ষণ পর কাগজী বাড়ি লেনের কয়েকজন উচ্ছৃঙ্খল কিশোর ৪টি মোটরসাইকেল যোগে আতঙ্ক সৃষ্টি করার জন্য ট্যাংক রোডে প্রবেশ করে বিকট শব্দ করতে থাকে। তাদের সৃষ্টি করা শব্দে ওই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে দিকবিদিক ছুটতে থাকে। মুহুর্তের মধ্যে রাস্তাঘাট জনশুণ্য হয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করে তারা।”
ট্যাংক রোডের বাসিন্দা শাহ আলম শরীফ বলেন, “মাগরিবের নামাজের কিছু সময় পরে উত্তর পাশ দিয়ে ২টি এবং মসজিদের পাশ থেকে ২টি মোটরসাইকেল যোগে কয়েকজন কিশোর এ রাস্তায় প্রবেশ করে। তাদের অধিকাংশ মোটরসাইকেলে কোনো সাইলেন্সর পাইপ না থাকায় তারা রাস্তার ওপর বিকট শব্দ করতে থাকে।”
মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু জানান, “তিনি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সাথে টুটপাড়া গাছতলা মন্দিরে মতবিনিময় সভায় ছিলেন। ট্যাংক রোডের কয়েকজন ব্যক্তি ফোন করে জানায় তার অফিসের ওপর হামলা হয়েছে। সংবাদটি শুনে সাথে সাথে ট্যাংক রোডের অফিসে ফিরে প্রকৃত বিষয়টি জানতে পারি।”
খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, “আমরা খবর পাই ট্যাংক রোডে মহানগর বিএনপি’র সাবেক এক নেতার অফিসে দুর্বৃত্তরা গুলি করেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলের আশপাশের সবস্থান তন্নতন্ন করে কোনো আলামত পাওয়া যায়নি। পরে বিষয়টি অবগত হয়ে থানায় ফিরে যাই।
এদিকে নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা ঢালাই রোডে ঘটনাটি ঘটে। বর্তমানে তারা দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই যুবক হলেন- মো. রনি এবং সজিব।
স্থানীয়রা জানায়, লবণচরা থানাধীন আশিবিঘা ঢালাই রোডে ওই দুই যুবকের ওপর ৮-১০ জনের সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় রনির কপালের মাঝখানে, বাম ও ডান হাতে বাহুতে জখম হয়। দুর্বৃত্তরা তার বন্ধু সজিবকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের দুইজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, এ ঘটনায় আহতের পরিবার থেকে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।