মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিয়ার ও মদ জব্দ এবং দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পশুর নদীর তীরবর্তী লাউডোব ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা সমমূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার এবং ১০ বোতল মদ উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসীর ইবনে মহসীন জানান, আটক দুই ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তৎক্ষণাত তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা ও নদীপথে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের বিস্তার রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখাই তাদের ধারাবাহিক কর্মকা-ের মূল লক্ষ্য।