হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেছেন, “কৃষি উন্নয়নের জন্য কৃষকের সঙ্গে প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের আন্তরিক সম্পর্ক গড়ে তোলা জরুরি। আন্তরিকতা না থাকলে দূরত্ব থেকেই যাবে। একসঙ্গে কাজ না করলে কৃষিতে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “কৃষক ভাইদের কিটনাশক নির্ভরতা কমিয়ে বিষমুক্ত খাদ্য উৎপাদনের দিকে যেতে হবে। উৎপাদনে জৈব সার ব্যবহারে কৃষকরা উৎসাহী হলে মাটির উর্বরতা বজায় থাকবে।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা কৃষি কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌর এলাকার ৭২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।