গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২১ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি গাজীপুরে আসছেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজবাড়ী ময়দান ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় সাজে সাজানো হয়েছে। ময়দানের পশ্চিম প্রান্তে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। মঞ্চের পেছনে স্থাপন করা হয়েছে বড় এলইডি স্ক্রিন। পুরো মাঠ আলোকসজ্জায় সাজানো হয়েছে এবং মাইকসহ প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম বসানো হয়েছে।

মঙ্গলবার সকালে রাজবাড়ী ময়দানে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক নেতাকর্মী ময়দানে অবস্থান নিয়েছেন। তারা মঞ্চ ও মাঠ এলাকায় দায়িত্ব পালনসহ জনসভার প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত রয়েছেন।

নেতাকর্মীরা জানান, প্রায় ২১ বছর পর তারেক রহমান গাজীপুরে আসছেন। এটি নেতাকর্মীদের জন্য আবেগের বিষয় এবং আসন্ন জাতীয় নির্বাচনের দিক থেকেও গুরুত্বপূর্ণ। সে কারণেই তারা আগেভাগে জনসভায় যোগ দিতে এসেছেন।

এদিকে জনসভা সফল করতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি একাধিকবার রাজবাড়ী ময়দান পরিদর্শন করেছেন। গাজীপুরের প্রতিটি উপজেলা, থানা ও ওয়ার্ডের নেতাদের নিয়ে একাধিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানিয়েছেন, এই জনসভায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় জনসভার সার্বিক প্রস্তুতি দেখতে রাজবাড়ী ময়দান পরিদর্শন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তিনি গাজীপুরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।